
আমি যেখানে কাজ করি সেখানে এক পেশীবহুল যুবক আছে। আমি দিন দিন তার ভক্ত হয়ে উঠছি। যতবার তাকে দেখি, মনের ভেতর অসম্ভব কামনা উথলে উঠে। আমার বয়স ৪১ এবং আমি বিবাহিতা। তার সাথে আমার চোখাচোখি হলে, আমি মিষ্টি করে হাসি, এমন কিছু করার চেষ্টা করি যাতে সে আকর্ষিত হয়। বিনিময়ে সেও আমার দিকে এমন ভাবে তাকায় যেন মনে হয় সে বলছে "আমিও তোমাকে পেতে চাই"।
কি করব বুজতে পারছিনা? কেমন করে নিশ্চিন্ত হব যে সে সত্যি সত্যি...